গতবছরও আজকের দিনে পার্থ যোগ দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসে যেন হাঁফ ছাড়ার সময় থাকত না তাঁর। কিন্তু একবছরের মধ্যে সেই পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। কারণ, নাকতলার বাড়ি ছেড়ে আপাতত প্রেসিডেন্সি জেলই ঠিকানা তাঁর। আজ আর কোনও ব্যস্ততা নয়। পরিবর্তে জেলে নিঃসঙ্গ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। একা সেলেই সময় কাটালেন পার্থ।
স্বাধীনতার ৭৫ বছরে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার প্রেসিডেন্সি জেলেও পতাকা উত্তোলন করা হয়। তবে সূত্রের খবর, ওই অনুষ্ঠানে যোগ দিতে চাননি পার্থ। পরিবর্তে একাই সেলে ছিলেন এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- Bipin Rawat's Statue: প্রয়াত বিপিন রাওয়াতকে শ্রদ্ধাজ্ঞাপন, মোমের মূর্তি বানালেন শিল্পী
গত শুক্রবার প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষায় আসে মেডিক্যাল টিম। সেই সময় হুইলচেয়ারে বসে যাতায়াতের পথে ঋষি অরবিন্দের সেলের সামনে মাথা নত করে কিছুক্ষণ দাঁড়ান পার্থ চট্টোপাধ্যায়। হাতজোড় করে প্রণাম করেন। ওই সেলটিতে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছাপ্রকাশও করেন। কারা কর্তৃপক্ষ তাঁর আর্জিতে সাড়া দেন। স্বাধীনতা দিবসে ওই সেলে ঢুকতে দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয় তাঁকে। তা সত্ত্বেও সোমবার জেলের সেল থেকে বেরতে চাননি পার্থ। তাই আর ঋষি অরবিন্দর সেলেও যাওয়া হয়নি তাঁর।