‘আলোয় মুড়েছে চেনা পার্কস্ট্রিট’, বর্ষবরণের অপেক্ষায় গোটা তিলোত্তমাবাসী কার্যত ফুটছে। একে ৩১ ডিসেম্বর তার উপর রবিবার, পার্কস্ট্রিট, লেকটাউনে উপচে পড়া ভিড়।
শহর কড়া নিরাপত্তায় মুড়ে ভিড় সামাল দিচ্ছে কলকাতা পুলিশ। প্রায় আড়াই হাজার পুলিশ নেমেছে রাস্তায়। পার্কস্ট্রিটগামী মেট্রোতেও পা ফেলার জায়গা নেই। মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এক্সট্রা টিকিট বুকিং কাউন্টার খোলা হয়েছে।
Sohini-Mimi: কতটা জমল, আর কতটাই বা কমল? তেইশের 'সাল-খাতা' শেয়ার মিমি-সোহিনীর
বিভিন্ন রেস্তোরাঁর বাইরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্কস্ট্রিট লাগোয়া এলাকায় চলছে নজরদারি। তিলোত্তমাবাসী বর্ষবরণের আনন্দ যাতে নির্বিঘ্নে করতে পারে তারই চেষ্টায় প্রশাসন।