মুর্শিদাবাদের লালগোলা থেকে তরুণীকে দক্ষিণ ২৪ পরগনায় এনে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত হবু স্বামী ও দেওর। মৃত্যু নিশ্চিত করতে তরুণীকে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুরের নতুনহাট এলাকায় বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয় ওই তরুণী। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর,,বিয়ের আগেই তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নিয়েছিল তাঁর হবু স্বামী। শ্বশুরবাড়িতে নিয়ে আসার নাম করে তাঁকে বাড়ি থেকে আনে অভিযুক্তরা। অভিযোগ, ট্রেনে তাঁকে কিছু খাইয়ে বেহুঁশ করা হয়। অভিযোগ, কলকাতায় এনে হবু স্বামী ও দেওর তাঁকে ধর্ষণ করেছে। হাতে একাধিক সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বেহুঁশ ও নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার রাস্তার পাশে একটি জঙ্গলে পড়ে ছিল তরুণী। পুলিশ উদ্ধার করে তাঁকে প্রথমে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।