মালদা বোমা বিস্ফোরণের (Maldah Bomb Blast) ঘটনার তদন্ত নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলার আবেদন করা হল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এক মামলাকারী তাঁর আবেদনে NIA-কে তদন্তভার দেওয়ার আর্জি জানান। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জিও করেন তিনি। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের (PIL) করার অনুমতি দিয়েছে। দ্রুত বিষয়টি বিবেচনা করা হবে, আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
গত রবিবার দুপুরে মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় পাঁচ শিশু। স্থানীয় সূত্রের খবর, যে জায়গায় শিশুরা খেলছিল, সেটি যুব তৃণমূলের অঞ্চল সভাপতি শরিফ শেখের জায়গা। এই ঘটনায় সোমবার গোলাপগঞ্জের গোপালনগর থেকে চারজনকে গ্রেফতারও করে পুলিশ। ধৃতদের নাম ইমাজউদ্দিন মিঞা, জাসমাত মিঞা, ইলিয়াস আলি ও মাসিদুল হক। সোমবার ঘটনাস্থলে গিয়ে আরও কিছু বোমা উদ্ধার করে বম্ব স্কয়্যাড। পাশাপাশি ফরেনসিক দলও নমূণা সংগ্রহ করেছে। কে ওখানে বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে তৃণমূল যুবনেতার কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মালদার কালিয়াচকে বিস্ফোরণে জখম ৫ শিশু, তৃণমূলকে খোঁচা অমিত মালব্যের
এদিকে মালদার বোমা বিস্ফোরণের ঘটনায় শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য জানান, এই ঘটনায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠানো উচিত। পশ্চিমবঙ্গের করুণ অবস্থা ভাবা যাচ্ছে না। এভাবে চলতে দেওয়া যায় না। যদিও বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত অমিত মালব্যের।