চন্দ্রযান ৩ (Chandrayaan 3), চাঁদের মাটিতে যেখানে প্রথম পা রেখেছিল, তাঁর নাম হল 'শিবশক্তি', শনিবার দেশে ফিরে ইসরোর দফতরে গিয়ে নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের ল্যান্ডিং-এর সময় মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায়, ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে সেই ঐতিহাসিক মুহূর্ত তাঁকে কাটাতে হয়েছিল বিদেশের মাটিতে, তাই দেশে ফিরেই আর দেরি করেননি প্রধানমন্ত্রী। চলে গিয়েছেন ইসিরোর বিজ্ঞানীদের আরও একবার অভিনন্দন জানাতে। সেখানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানালেন, চন্দ্রযানের চাঁদের মাটিতে অবতরণস্থলের নাম দেওয়া হল 'শিবশক্তি' (Shiv Shakti)।
Narendra Modi-ISRO: দেশে ফিরেই ইসরোয় ছুটলেন মোদী, অভিনন্দন জানালেন বিজ্ঞানীদের
২৩ অগাস্ট সন্ধ্যায় চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং এর সময় সরাসরি ইসরোর দফতরে না থাকলেও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতি দেখেছিল গোটা দেশ। কিছুক্ষণের মধ্যে ইসরোর চেয়ারম্যানকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।