বর্ষবরণের রাতেও তিলোত্তমায় বেপরোয়া গাড়ির তাণ্ডব(Car Accident in Kolkata)। নাকা চেকিং চলাকালীন এক ট্র্যাফিক পুলিশকে ধাক্কা মেরে পালায় বেপরোয়া গাড়ি। দুর্ঘটনাটি ঘটে হাওড়ার প্রগতি ময়দান(Pragati Maidan Police Station) এলাকায়। সঙ্গে সঙ্গেই আহত পুলিশ কনস্টেবল তপন চক্রবর্তীকে ভর্তি করা হয় হাসপাতালে(Traffic Guard Injured)। পুলিশ সূত্রে খবর, ওই ট্র্যাফিক পুলিশকর্মীর দেহের একাধিক জায়গায় আঘাত লাগলেও পাঁজরের আঘাত গুরুতর।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ একটি গাড়ি ঝড়ের গতিতে পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির(Science City) দিকে যাচ্ছিল। চায়না টাউনের কাছে কর্তব্যরত গার্ড তপনবাবু নাকা চেকিংয়ের(Naka Checking) জন্য গাড়িটি আটকাতে যান। কিন্তু গাড়িটি না থেমে ওই পুলিশকর্মীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়েন পুলিশ কর্মী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরেই তৎপর হয়েছে ট্র্যাফিক পুলিশ(Kolkata Traffice Police)। গাড়িটির সন্ধানে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।