বিজেপির রাজভবন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা। কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে রাজভবন অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। মিছিল নিয়ে এগোতে গেলে রানি রাসমণি রোডে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে যুব মোর্চার কর্মীদের আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন বেশকিছু বিজেপি কর্মী।
প্রাথমিকভাবে মুরলীধর সেন লেন থেকে মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রাজভবনের দিকে এগোতে শুরু করে। কিন্তু মাঝপথে রুট বদল করে সোজা ওয়েলিংটন স্কোয়ারের দিকে এগিয়ে যায় মিছিল। সেই সময় ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের ডাকা মিছিলের মুখোমুখি পড়ে যায় বিজেপির এই মিছিল। দুই দলের এই সম্মুখসমরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন- Weather Update: বজ্রপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা! বইতে পারে ঝোড়ো হাওয়া, রাজ্যে জারি কমলা সতর্কতা