নিজেদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা চাইতে পথে নেমে পুলিশের হাতে আক্রান্ত হলেন সরকারি কর্মীরা। বুধবার সরকারি কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার বেধে যায় ধর্মতলা চত্বরে। বিক্ষোভকারী-পুলিশ ধস্তাধস্তিতে এক আন্দোলকারীর মুখ ফেটে যায় বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কিন্তু মহার্ঘ ভাতা সমান হওয়া তো দূর, বেশ কিছু বছরের বকেয়া ডিএ দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এমনকি, কর্মচারীদের করা মামলায় আদালতে কোনও ডিএ বাকি নেই বলেও জানায় রাজ্য সরকার। অনুরোধ-মামলায় কাজ না হওয়ায় নিজেদের প্রাপ্র্য বুঝে নিতে বুধবার বিধানসভা অভিযানের ডাক দেয় বেতনভুক এবং পেনশনভুক্ত কর্মচারীদের ৩০টি সংগঠন।
আরও পড়ুন- Mamata Banerjee: 'রাজ্যে এখনও নিয়ন্ত্রণে ডেঙ্গি', ১১ জনের মৃত্যুর কথা মেনে নিয়েও দাবি মুখ্যমন্ত্রীর
আন্দোলনকারীরা আকাশবাণী ভবন থেকে বিধানসভার দিকে যেতে গেলে পুলিশ বাধা দেয়। তারপরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের আটকাতে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। তবুও বিক্ষোভকারীদের সামলাতে কার্যত নাজেহাল হতে হয় পুলিশবাহিনীকে। সেখানেই পুলিশের বিরুদ্ধে কিল-চড়-ঘুঁষি চালানোর অভিযোগ করেন বিক্ষোভকারীরা।