বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটে বলে অভিযোগ। এরপরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। পুলিশের পিসিআর ভ্যান, পুলিশের টুপিতে আগুন বিক্ষোভরত বিজেপি কর্মীদের। নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য এমজি রোডে।
জানা গিয়েছে, কর্তব্যরত পুলিশ কর্মীরা এমজি রোড থেকে বিজেপির নবান্নগামী মিছিলের মোড় ঘুরিয়ে দেয়। ফলে সেখানেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিজেপি কর্মীরা। অভিযোগ, ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। এরপরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেখানে। পুলিশের গাড়ির ওপর উঠে বেপরোয়া দাপাদাপি করেন একদল উন্মত্ত বিজেপি কর্মী। দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিশের পিসিআর ভ্যান। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।
অন্যদিকে, সাঁতরাগাছিতে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । গার্ডরেল টপকানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা । অভিযোগ, পুলিশের কিয়স্ক ভাঙার চেষ্টা করে তাঁরা । পুলিশকে লক্ষ্য করে চলে দফায় দফায় ইটবৃষ্টি । ছোড়া হয় বোতলও । বোমা ফাটানোরও অভিযোগ ওঠে। এদিন, পুলিশের দিকে বাঁশ উঁচিয়ে ছুটতে দেখা যায় বিজেপি কর্মীদের । পাল্টা লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ । শেষে মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ।