ইডেন হিন্দু হস্টেল (Eden Hindu Hostel) খোলার দাবিতে ফের উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। রাতভর ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ করলেন একদল পড়ুয়া। তাঁদের দাবি, অবিলম্বে হিন্দু হস্টেল খুলতে হবে। যতদিন না হস্টেল খুলছে, ততদিন তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকবেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী হিন্দু হস্টেল দীর্ঘদিন বন্ধ ছিল। করোনাকালে (Coronavirus) ক্যাম্পাসও খোলেনি বহুদিন। অবশেষে শুরু হয়েছে ক্লাস। তারপরেই ফের ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তপ্ত হল ক্যাম্পাস।
আরও পড়ুন: National Medical College: রোগীদের ৩ এবং ৭ দিনের বেশি ওষুধ নয়, সুপারের নির্দেশে বিতর্ক
বিশ্ববিদ্যালয়ের দুই প্রধান ছাত্র সংগঠন এসএফআই এবং আইসি অবিলম্বে হস্টেল খোলার দাবি জানিয়েছে। সদ্য প্রেসিডেন্সিতে ইউনিট তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তারা এখনও কোনও অবস্থান নেয়নি।