প্রাথমিকে টেটর বিজ্ঞপ্তি প্রকাশিত। বাংলায় পাঁচ বছর পর হবে নিয়োগের পরীক্ষা। ১১ ডিসেম্বর হবে এই পরীক্ষা। প্রস্তুতি নিতে শুরু করেছেন আবেদনকারীরা। এর মধ্যেই পর্ষদের তরফে টেটের নির্দেশিকা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ।
কী কী বিধিনিষেধ জারি করা হয়েছে পর্ষদের তরফে?
- পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে পৌছাতে হবে।
- পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যবেক্ষকের অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না পরীক্ষার্থীরা।
- পরীক্ষা হলে অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট আসনে বসতে হবে।
- মোবাইল,স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ ও ব্লুটুথ কোনও রকম লেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ।
- এমনকি পরীক্ষার্থীরা কোনও রকম গয়না, ঘড়ি পরে ঢুকতে পারবেন না।
- লেখার কাগজ নিয়ে প্রবেশ করা যাবে না।
- সঙ্গে রাখা যাবে না পেন-পেন্সিলের ব্যাগ, ক্যালকুলেটর, রাইটিং প্যাড, লগ টেবিল ও বোর্ড।
- কোনও খাবার বা পানীয় নিয়েও প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই প্রকাশ হয়েছে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি। এই নিয়োগে স্বচ্ছতা বজায় রাখার জন্যই একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে পর্ষদ।