প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে। আর এই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে তার জন্য বিশেষ ভাবে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই কারণেই প্রশ্নপত্রে নিরাপত্তা ঘিরে বিশেষ পদক্ষেপ করতে চলেছে পর্ষদ।
সূত্রের খবর, এবারে প্রাথমিক টেট পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থী পিছু আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরাই এই প্রশ্নপত্র খুলবেন। পরীক্ষার আগে কোনও ভাবেই ওই প্রশ্নপত্র অন্যকেউ খোলার সুযোগ পাবেন না। ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরাই তা সিল করে জমা দিয়ে যাবেন। যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
বাংলায় পাঁচ বছর পর হবে নিয়োগের পরীক্ষা। ১১ ডিসেম্বরের এই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন আবেদনকারীরা। এর মধ্যেই পর্ষদের তরফে টেটের নির্দেশিকা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ।