মিছিলের জেরে সপ্তাহের প্রথম দিনের দুপুরে বিক্ষিপ্ত যানজট মধ্য কলকাতার কয়েকটি এলাকায়। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে চাকরিপ্রার্থীদের কয়েকটি সংগঠন। শিয়ালদহ স্টেশনেই তাঁরা প্রথমে স্লোগান দিতে শুরু করে। আদালতের নির্দেশে এদিন তাঁরা মিছিল বার করে। সূত্রের খবর, এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ, কর্মশিক্ষা ও শারীরশিক্ষা’র তরফে সোমবারের মিছিল-সহ সরকার বিরোধী কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এই মিছিলে হাঁটছে না এসএসসি মারফত নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের ‘বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ’ও। ফলে এই সংগঠনগুলিকে ছাড়াই এদিন মিছিল শুরু হয়।