চতুর্থ বারের জন্য ‘কাকাবাবু’ হয়ে পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ৩টি কাকাবাবু মুক্তি পেয়েছিল বড়পর্দায়। সেই ফ্র্যাঞ্চাইজিরই চতুর্থ ছবির শুভ মহরত হয়ে গেল শুক্রবার। তবে ‘কাকাবাবু’ এক থাকলেও বদলে গিয়েছে ছবির পরিচালক। এবার আর সৃজিত নন, ছবির পরিচালনা করবেন চন্দ্রাশিষ রায়। তবে শুভ মহরতের পরেই প্রসেনজিৎকে শুভেচ্ছা জানতে ভোলেননি সৃজিত মুখোপাধ্যায়।
মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তনের পর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ নিয়ে এগোবে ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির গল্প। সন্তুর ভূমিকায় আরিয়ানই থাকবেন কিনা তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। মহরতের দিনেও দেখা মিলল না পুরনো সন্তুর, বরং একঝলক দেখা গেল অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। উপস্থিত ছিলেন হরনাথ চক্রবর্তীও। তবে আগামী ছবির নাম কী হবে সে বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য ২০১৩ ‘মিশর রহস্য’ দিয়ে প্রথমবার পর্দায় আসে সৃজিত-প্রসেনজিৎ এর ‘কাকাবাবু’, এরপর ২০১৭ সালে ‘ইয়েতি অভিযান’ এবং ২০২২ সালে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, প্রত্যেকটি ছবিতেই রাজা রায়চৌধুরীর ভূমিকায় নতুন ভাবে নিজেকে মেলে ধরেছেন ইন্ডাস্ট্রি। শিগগিরই শুরু হতে চলেছে চতুর্থ ছবির শ্যুটিং।