বাংলার মানুষের জন্য ইনসাফ চাইতে রবিবার বামেদের ব্রিগেড। যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের নেতত্বে ময়দান ভরানোর প্রস্তুতি এখন সিপিএমে। তারআগে রবিবাসরীয় সভার বক্তার তালিকা ঘোষণা করা হল। চমক আভাস রায়চৌধুরীর নাম। যিনি সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য। রাজনৈতিক মহলের দাবি, যিনি মীনাক্ষি মুখোপাধ্যায়ের অন্যতম রাজনৈতিক গুরুও।
অবিভক্ত বর্ধমানে রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল আভাস রায়চৌধুরীর। লোকসভা নির্বাচনে সিপিএমের প্রার্থীও হয়েছিলেন। এই সময়ে কুলটি থেকে উঠে আসা এসএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়কে রাজ্য নেতৃত্বে আনার পিছনে ছিল আভাসের প্রচেষ্টা। ২০১৮ সাল থেকে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেত্রী মীনাক্ষি।
সিপিএমের দাবি, রবিবাসীয় এই সভায় মুখ মীনাক্ষিই। তাঁর হাত শক্ত করতেই মাইক ধরবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীক উর রহমান মতো বাম নেতারা।