শিয়ালদহে ট্রেন ধাক্কা কাণ্ডে এক চালককে সাসপেন্ড করল রেল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল কর্তৃপক্ষের কোনও যান্ত্রিক গোলযোগে এই দুর্ঘটনা নয়। সিগন্যাল অমান্য করতেই এই দুর্ঘটনা। ওই চালককে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বাকি ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনের কাছে কারশেড মুখী একটি ফাঁকা ট্রেনের সঙ্গে একটি রানাঘাট গামী ট্রেনের ধাক্কা লাগে। ধাক্কার তীব্রতা বেশি না হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেলসূত্রে খবর, সিগন্যাল অমান্য করাতেই এই বিপত্তি ঘটে। সান্টিং লোকো পাইলট সিগন্যাল মানেননি বলে দুর্ঘটনা ঘটেছে। বিষয়টিকে সিগন্যাল পাসড অ্য়াট ডেঞ্জার-এর ঘটনা বলেও উল্লেখ করেছেন রেল কর্তৃপক্ষ।
আরো পড়ুন: শিয়ালদহে ট্রেন দুর্ঘটনার জের, ১৮ টি লোকাল ট্রেন বাতিল, বহু ট্রেন চলছে দেরিতে
রেল সূত্রে খবর, ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে কারশেডগামী খালি রেকের সঙ্গে ধাক্কা লাগে আপ রানাঘাট লোকালের(Ranaghat Local)। সে সময় রানাঘাটগামী ট্রেনটি বেরোচ্ছিল ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদহ ডিআরএম অফিস পেরোতেই খালি রেকটি হঠাৎই রানাঘাট লোকালকে (Ranaghat Local) ধাক্কা দেয়।