নিজের কনফার্ম টিকিট অন্যের নামে ট্রান্সফার (Confirm Ticket Trasfer)। এমনটা হয়! এই প্রশ্ন ঘোরে সবার মনেই। ভারতীয় রেলওয়েতে (Indian Railway) কিন্তু এই নিয়ম আছে। তবে শুধু নিজের পরিবারের লোকজনের টিকিটই কনফার্ম করা যেতে পারে। একই পরিবারের দুজনের মধ্যে টিকিট বদল করা সম্ভব। সফর করাও সম্ভব। এর ফলে টিকিটে খরচ হওয়া অর্থ সহজে বাঁচানো যাবে।
কীভাবে এই টিকিট ট্রান্সফার করা সম্ভব! রেলের পক্ষ থেকে বলা আছে, বাবা, মা, ভাই, বোন, মেয়ে, ছেলে, স্বামী ও স্ত্রী। এই রক্তের সম্পর্ক থাকলেই, একজন অন্য জনের টিকিটে যাত্রা করতে পারবেন। তবে একই পরিবারের অন্য কেউ সেই টিকিটে যাত্রা করতে চাইলে, একটি ছোট্ট নিয়মও বলে দিয়েছে রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রার আগে টিকিট ট্রান্সফার করাতে হবে। তবে কমপক্ষে জার্নির ২৪ ঘণ্টা আগে এই টিকিট ট্রান্সফার করা জরুরি।
আরও পড়ুন: 'ঘটি বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব', বালির মঞ্চ থেকে শুভেন্দুকে 'মদন বাণ'
টিকিট ট্রান্সফারের আরও কিছু নিয়ম আছে। কোনও ব্যক্তি, তাঁর পরিবারের কারও নামে একবারই টিকিট ট্রান্সফার করাতে পারবেন। একবার করে ফেললে, দ্বিতীয়বার ওই টিকিট ট্রান্সফার করা যাবে না।