১৯৩৪ সালের ১ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অ্যাক্টকে সামনে রেখে আরবিআই প্রতিষ্ঠা হয়। হিল্টন ইয়ং কমিশনের পরামর্শে প্রতিষ্ঠিত হয়েছিল এই ব্যাঙ্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর দেশের আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখার উদ্যোগ নিতেই রিজার্ভ ব্যাঙ্কের উদ্ভাবন। তবে, প্রথম ১৫ বছর বেসরকারি উদ্যোগে চলার পর, স্বাধীনতার ২ বছর বাদে, ১৯৪৯ সালে দেশের অর্থ মন্ত্রকের আওতাধীন হয় রিজার্ভ ব্যাঙ্ক। প্রথমে ব্যাংকটি কলকাতায় থাকলেও পরে তা মুম্বইয়ে স্থানান্তরিত করা হয় ৷
রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী বলেন, আরবিআই বরাবরই তুলনাহীন পেশাদারিত্ব ও প্রতিশ্রুতিরক্ষার জন্য পরিচিত। বর্তমান ভারতের আর্থিক নীতি প্রণয়নে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকার কথা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নীতি আগামী ১০ বছরে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ১০ বছর বাদে শতবর্ষে পড়বে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তা উদযাপন করতে সরকারের তরফে নানা উদ্যোগের প্রতিশ্রুতিও দেন তিনি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সাহায্যের জন্য সরকারের পক্ষ থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকা মূলধনের কথাও জানান মোদী।