রেকর্ড ছুঁল মুরগির দাম (Chicken price)। শুক্রবার পাইকারি বাজারে গোটা মুরগির ১৬৭ টাকা/কেজি। অন্যান্য সবজির দামও আকাশছোঁয়া। ফলে ট্যাকে টান আমজনতার। মুরগির দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও।
কলকাতা শহরের বাজারে কাটা মুরগির দর কেজি প্রতি ২৭০ থেকে ২৯০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মুরগি বিক্রেতাদের দাবি, গরমে মুরগির উত্পাদন কম। তাই এতটা দাম বেড়েছে।
Rupee Price Falls: এক সপ্তাহে টানা দ্বিতীয়বার পতন, ডলারের অনুপাতে রেকর্ড কমল টাকার দাম
সবজিও (Vegetable price) অগ্নিমূল্য। জ্যোতি আলুই বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলু ৪৫-৫০ টাকা কেজি। টোম্যাটোর ৭০- ৮০ টাকা/কেজি। পেট্রল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাসের পর এবার অগ্নিমূল্য মুরগি, সবজির।