শুধু নেতা-মন্ত্রীরা নন। নিয়োগ দুর্নীতির কালো টাকা সরকারি আধিকারিকদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলে এবার অভিযোগ। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে শিক্ষা দফতরের কমপক্ষে সাত থেকে আট জন আধিকারিক।
সিবিআইয়ের দাবি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে এমন কয়েকজন আধিকারিকের সন্ধান পর্যন্ত পাওয়া গিয়েছে। তাঁরা মূলত এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলেই অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁদের টাকাও লেনদেন হয়েছে। সেই সমস্ত নথিপত্র সিবিআইয়ের কাছে রয়েছে বলেই খবর। তবে ওই সরকারি আধিকারিকদের কাছে কার বা কাদের নির্দেশে এজেন্টরা টাকা পাঠাত, তা এখনও স্পষ্ট নয়।
দিনকয়েক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুর সল্টলেকের শ্বশুরবাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। তাঁকে জেরাও করা হয়। এবার কি তবে সিবিআই জেরার মুখে পড়তে পারেন তদন্তকারীদের স্ক্যানারে থাকা শিক্ষাদপ্তরের ৭-৮ জন কর্মী, উঠছে প্রশ্ন।