দুমাসের মধ্যে চেনা কালীঘাট মন্দিরকে অচেনা রূপে দেখবেন ভক্তরা। মন্দিরের গায়ে থাকবে সময়ের পলির নিচে চাপা পড়া টেরাকোটার কাজ। মাথায় বসবে স্বর্ণকলস। উড়বে ধ্বজা।
রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সবুজ সংকেত পেয়ে কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ করছে রিলায়েন্স গোষ্ঠী। প্রিন্সিপাল কনজারভেশন আর্কিটেক্ট কল্যাণ চক্রবর্তী জানাচ্ছেন,
বহু আগে কালীঘাট মন্দির ছিল টেরাকোটার আটচালা। সময়ের সঙ্গে সঙ্গে তাতে পড়েছে চুন সুড়কির প্রলেপ। তারও উপরে বসেছে সেরামিকের টালি। সংস্কার করতে গিয়ে তাঁরা দেখছেন, প্লাস্টার সরাতেই বেরিয়ে আসছে প্রাচীন টেরাকোটা।
Dobra Murder: রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে খুন! ডেবরার ঘটনার তদন্তে পুলিশ
মন্দিরের গর্ভগৃহের ভিতরের দেওয়ালে বাহারি ফ্রেসকোগুলিকে নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সে জন্য রাজস্থান থেকে এসেছেন শিল্পীরা। ভারা বেঁধে কাজ করছেন তাঁরা। সব মিলিয়ে আগামী মাস দুয়েকের মধ্যে নতুন লুকে দেখা যাবে কালীঘাট মন্দিরকে।