রেণু খাতুনকে (Renu Khatun) পূর্ব বর্ধমানেই নন নার্সিংয়ে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। নিয়োগপত্রও তৈরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারই রেনু খাতুনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রেণুকে সরকারি চাকরিতে বহাল করার বিষয়ে নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যাদের ধরা হয়েছে, তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।"
আরও পড়ুন: নূপুর শর্মা ও নবীন জিন্দলের মন্তব্যকে আপত্তিকর জানিয়ে গ্রেফতারির দাবি তুললেন মমতা
বুধবারই রেণুর পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। রেণুর ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী জানান, রেণুর চাকরির ব্যবস্থা, তাঁর কৃত্রিম হাত বসানোর ও চিকিৎসার খরচের ব্য়বস্থা করবে রাজ্য সরকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রেণুর কেন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়নি সেটাও খতিয়ে দেখবে প্রশাসন। পুলিশ ইতিমধ্যে রেণুর স্বামী শের মহম্মদ ও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। দুর্গাপুরের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রেণু। এই ঘটনার পরেও মনের জোর হারায়নি তিনি। হাসপাতালের বেডে শুয়েই বাঁ-হাতে লেখার অভ্যাস করা শুরু করেছেন তিনি।