আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করল ইডি । এর আগে সোমবার ও মঙ্গলবার সঙ্গীতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । আবারও তলব করা হল তাঁকে । । উল্লেখ্য, সিবিআইয়ের পাশাপাশি আরজি করে দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডিও । সিবিআই ও ইডির নজরে রয়েছে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রীর সম্পত্তি । এর আগে সিবিআই দফতরে গিয়ে সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি জমা দিয়েছেন সঙ্গীতা ঘোষ । সেই নথির ভিত্তিতেই সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ।
আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে । ৬ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে যায় ইডি। ৩ ঘণ্টা পর দরজা খোলেন তাঁর স্ত্রী সঙ্গীতা। সেই সময় সংবাদমাধ্যমে কথা বলে তিনি জানান, তাঁর স্বামী কিছু করেননি। এর পিছনে ষড়যন্ত্র আছে বলেই দাবি তাঁর। সংবাদমাধ্যমে সন্দীপ ঘোষের স্ত্রী আরও জানান,"এগুলো সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে আমরা সব রকম সহায়তা করব। তাঁর উপর সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনারাও বুঝতে পারছেন। কাগজপত্র পাওয়া যায়নি। পাওয়া যাবেও না।"
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছে ইডি। তদন্তে নেমে রাজ্য়ের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই তল্লাশিতে কী কী বাজেয়াপ্ত হয়েছে, তার খতিয়ানও দিয়েছে ইডি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে তাঁরা ইডি। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, সে দিনের তল্লাশিতে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্দীপ ও তাঁর স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন। যদিও ২০২১ সালে সঙ্গীতার নামে সন্দীপ আরও একটি সম্পত্তি কিনেছিলেন। সেটির যদিও অনুমোদন ছিল।