বিজেপি নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) বক্তব্য নিয়ে উত্তাল হাওড়ার ডোমজুড়। বৃহস্পতিবার বিকেল থেকে রাস্তা অবরোধ করা হয়। অবরুদ্ধে দ্বিতীয় হুগলী সেতুও (Second Hooghley Bridge)। আটকে পড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের যানচলাচলও। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মানুষ। যার ফলে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। রাস্তায় আটকে পড়ে হাজার হাজার গাড়ি।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে অবরোধ তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবরোধকারীদের হাতজোড় করে তিনি অনুরোধ করেন, রাস্তা ছেড়ে দিতে। তোপ দাগেন বিজেপি নেতাদের ওপরও। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও অবরোধ চলছে। রাস্তাজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। এলাকায় আছে ডোমজুড় থানার বিরাট পুলিশবাহিনী।
আরও পড়ুন: পূর্ব বর্ধমানে নন নার্সিংয়ে চাকরি পাচ্ছেন রেণু, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, "চাইলে পুলিশ দিয়ে অবরোধ তুলে নিতে পারতাম। কিন্তু বিষয়টি এতটাই স্পর্শকাতর, সেটা করছি না। আমি আপনাদের অনুরোধ করছি অবরোধ তুলে নিতে। দিল্লির ঘটনায় কেন বাংলায় প্রতিবাদ! আপনারা প্রতিবাদ করতে চাইলে থানায় থানায় গিয়ে এফআইআর করুন। ওদের গ্রেফতারের আবেদন করুন।"