ছটপুজোতে পানীয় জলের সংকট খোদ মহানগরে। শনিবার সকাল থেকেই জলের দাবিতে পথ অবরোধ করেন জোড়াবাগানের বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় আসেন এলাকার কাউন্সিলর। তাতেও কাজ না হওয়ায় জোড়াবাগানে যান বিধায়ক ও মন্ত্রী শশী পাঁজা।
জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর পর থেকেই জলসংকটে ভুগছেন জোড়াবাগান চত্বরের বাসিন্দারা। শনিবারও সেই পরিস্থিতি না বদলানোয় পথে নামেন এলাকাবাসী। এদিন সকাল ৯টা থেকেই রীতিমতো পথ অবরোধে নামেন বাসিন্দারা। গার্ডরেল ফেলে বন্ধ করে দেওয়া হয় জোড়াবাগান মোড় ও নিমতলা ঘাট স্ট্রিট ক্রসিং।
এলাকাবাসীর দাবি, ছটপুজোর আগে অবিলম্বে দিনে চারবার জল চালু করতে হবে। ছটপুজোর আগে এলাকায় জল নেই। জিনিসপত্র ধোয়ার কাজ, ঠাকুরের প্রসাদ তৈরির কাজে সমস্যা হচ্ছে বলেই খবর। এমনকি, চারবারের বদলে দু'বার জল এলেও তা অনিয়মিত। এরপরেই শনিবার পথ অবরোধ করেন এলাকাবাসী।