বাংলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। জানিয়ে দিলেন, কেন্দ্র ১০০ দিনের টাকা দিতে প্রস্তুত কেন্দ্র। হিসাব দিলেই টাকা পাওয়া যাবে। এছাড়াও প্রশ্ন তুললেন গত অক্টোবরে দিল্লিতে তাঁর সঙ্গে অভিষেকের দেখা করার প্রসঙ্গ নিয়েও। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সমস্যা সমাধানে রাজি নন।
বাংলার বকেয়া নিয়ে গত অক্টোবরে দিল্লিতে ধর্না আন্দোলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে ধুন্ধুমার হয়। তৃণমূলের অভিযোগ ছিল, অভিষেকদের সঙ্গে দেখা করেনি সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এরপর কলকাতায় এসে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলকাতায় এসে ওই ধরনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন - খুনের তদন্তে গাফিলতি, আদলতে ভর্ৎসনা পুলিশকে
এই ঘটনার প্রায় তিন মাস পর পশ্চিমবঙ্গে এসে নিজের দাবিতেই অনড় রইলেন তিনি। জানিয়েছেন, সন্ধ্যা ছ'টা থেকে রাত আটটা পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন। প্রথমে পাঁচজন পরে দশ জন দেখা করার কথা জানিয়েছিল তৃণমূল। তিনি রাজি হয়েছিলেন কিন্তু এরপর তৃণমূলের দাবি ছিল প্রতিনিধি নয় জনতার সঙ্গে দেখা করতে হবে। এরপরেই সমস্যা সূত্রপাত হয়। এছাড়াও সাধ্বী জানিয়ে দেন, তিনি টাকা বন্ধ করেননি। যদি বন্ধ করতেন তাহলে অন্যান্য প্রকল্পেও টাকা দেওয়া বন্ধ হয়ে যেত।