সল্টলেকের গেস্ট হাউজে যুবকের রহস্যমৃত্যুর পেছনে কী ত্রিকোণ প্রেম। মৃত রনি দত্তের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই সন্দেহ পুলিশের। ইতিমধ্যেই গ্রেফতার মৃতের প্রেমিকা এবং আরও এক যুবক। শুক্রবার রাতে ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর থানা।
ওই তরুণীকে জেরা করে অরিজিৎ পাত্র নামক এক যুবকের কথা জানতে পারে পুলিশ। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রনির সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্ক ছিল। তাঁরা লিভ ইন করতেন। ইতিমধ্যেই ফেসবুকে এই যুবকের সঙ্গে তরুণীটির সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সন্ধ্যায় ওই গেস্ট হাউজে আসেন অরিজিৎ। তারপরেই রনির সঙ্গে ঝামেলা শুরু হয় ওই তরুণীর। কিন্তু কী নিয়ে ঝামেলা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে এই তরুণী ও অরিজিতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে রনির পরিবার।
আরও পড়ুন- Unnatural death in salt Lake: সল্টলেকের গেস্ট হাউজে যুবকের রহস্যমৃত্যু, উদ্ধার সঙ্গী তরুণী
বুধবার রাতে ওই ঘর থেকে চিৎকার-চেঁচামিচির শব্দ পেয়ে বাকি অতিথিরা আপত্তি জানান। গেস্ট হাউজের কর্মীদের বারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘর খুলে দেখতে পায়, বিবস্ত্র-সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন ওই তরুণী। পাশাপাশি, ওই যুবককে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলতে দেখেন গেস্ট হাউজের কর্মীরা। জানা যায়, রনি দত্ত নামক ওই যুবক মাস দুয়েক ধরে নাম ভাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে ওই গেস্ট হাউজে লিভ-ইন করছিলেন।