প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। নির্ধারিত সময়ের মধ্যে ইডির দফতরে পৌঁছন তৃণমূলের যুবনেত্রী। সিজিও কমপ্লেক্সে (CGO Complex) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার নোটিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ছিলেন। ইডিকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সিজিও কমপ্লেক্সে এসে জানালেন সায়নী।
ইডির পক্ষ থেকে সায়নী ঘোষের জন্য ৪ পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে। কুন্তল ঘোষের বয়ান-সহ একাধিক মামলায় সায়নী ঘোষের নাম উঠে এসেছে। শুক্রবার এই নিয়েই সায়নী ঘোষকে তলব করা হয় সব কিছু নিয়েই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
আরও পড়ুন: কলকাতায় গরম বাড়বে, বৃষ্টিস্নাত উত্তরবঙ্গে কমলা সতর্কতা