'বাংলা নিজের মেয়েকেই চায়'। ২০২১ বিধানসভা নির্বাচনে এটাই ছিল তৃণমূলের স্লোগান। সেই স্লোগানেই আস্থা দলের। সায়নী ঘোষকে যাদবপুরের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। যাদবপুরেই বাড়ি তাঁর। এবার সেই কেন্দ্রেই লোকসভা নির্বাচনে লড়বেন সায়নী। ২০০৯ থেকেই এই কেন্দ্রে প্রার্থী বদল করে আসছে তৃণমূল। কবীর সুমন থেকে মিমি চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম হল না।
.
তৃণমূল কংগ্রেসের যুব নেত্রীর পদে আছেন সায়নী ঘোষ। বিধানসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে হারের পরেও তাঁর উপর আস্থা রাখল তৃণমূল। এদিন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সায়নী বলেন, "২০২১ সালের তৃণমূলের স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। যাদবপুরের মানুষও ২০২৪-এ তাই বলবে।"
যাদবপুরে প্রাক্তন প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী। তাঁর প্রসঙ্গ উঠতেই সায়নী জানালেন, "আমাদের আগের প্রার্থী ছিলেন মিমি। কিছু কাজ করতে পেরেছেন। কিছু কাজ করতে পারেননি। সেই নিয়ে বলতে চাইনি। আগামীর দিকে তাকাতে চাই।"