দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। তাঁদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল নিযুক্ত ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁদের দুজনের শপথ গ্রহণ করলেন না।
সম্প্রতি সম্পন্ন হওয়া উপনির্বাচনে বরানগর থেকে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলা থেকে জয়ী হয়েছিলেন রায়াত হোসেন সরকার। দীর্ঘদিন ধরেই তাঁদের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন চলছিল। এমনকি তাঁরা শপথ গ্রহণের জন্য ধরনাতেও বসেছিলেন।
প্রথমে কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু তাতে স্পিকারকে অসম্মান করা হবে বলে জানান সায়ন্তিকা এবং রায়াত। একই মত জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও। তারপরেই শপথ বাক্য পাঠ করালেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।