স্কুলগুলির থেকে শূন্যপদের তালিকা চাইল রাজ্য। শুক্রবার এই নির্দেশিকা দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। জেলার স্কুলগুলির বিদ্যালয় পরিদর্শকদের থেকেও শূন্যপদের তালিকা শুক্রবারের মধ্যেই পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কত শূন্যপদ আছে, তার তালিকা রাজ্যকে জানাতে হবে। সেই তালিকা বানিয়ে স্কুল শিক্ষা দফতরকে পাঠাতে হবে বিদ্যালয় পরিদর্শকদের। গত ৮ বছর ধরে উচ্চপ্রাথমিকের নিয়োগ নিয়ে একাধিক সমস্যায় পড়েছে রাজ্য। জটিলতা কাটাতেই শূন্যপদের তালিকা চেয়ে পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। এই তালিকা রাজ্যের হাতে আসার পর ফের চাকরির সুযোগ আসবে বলে মনে করা হচ্ছে।
৮ বছর আগে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এরপর একাধিকবার বদলি হয়েছে। অনেক স্কুলে নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে। গতবছর অগাস্টে উৎসশ্রী পোর্টাল চালু হয়েছে। তার পর প্রায় ২০ হাজার শিক্ষক বদলি হয়েছেন।