বৃহস্পতিবার থেকে চালু হল, শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro Station)। নতুন রুটে মেট্রো সফরের অভিজ্ঞতা নিয়ে যাত্রীদের মধ্যে সকাল থেকেই ছিল উত্তেজনা। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর উদ্দেশে ছাড়ল প্রথম মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর দিকের প্রথম ট্রেন ছাড়ল সকাল ৭ টায়।
মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে (Sector 5) পৌঁছনো যাচ্ছে মাত্র ২১ মিনিটে। কখন ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রোর সময়ই বা কখন, তা বারবার স্টেশনে ঘোষণা করে জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।
Back pain relief: দীর্ঘ সময় ধরে ওয়ার্ক ফ্রম হোম! কোমরে ব্যথায় কুপোকাত! সুস্থ থাকতে কী করবেন?
যাত্রী চাপ সামলাতে এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। দু'দিকেই যাত্রীরা ওঠা নামা করতে পারবেন। চালু রয়েছে ২৭ টি টিকিট কাউন্টার, ৯'টি সিঁড়ি, ৫'টি লিফট এবং ১৮'টি এসক্যালেটর।