উদ্বোধন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro)। কটা থেকে শুরু হবে রেল পরিষেবা। কখন থেকে চলবে ট্রেন। কতক্ষণ অন্তর চলবে ট্রেন! জেনে নিন সম্পূর্ণ সময় সূচি।
শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো রাত ৯টা ৩০ মিনিট। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
আরও পড়ুন: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
অফিস টাইম বাদে, শিয়ালদহ সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। শুধুমাত্র অফিস টাইমে দুই ট্রেনের ব্যবধান হবে ১৫ মিনিট। সকালের প্রথম দুই ঘণ্টায় ২০ মিনিট অন্তরই ট্রেন ছাড়বে। আবার অফিস টাইম শেষ হলে এবং বিকেল পর্যন্ত দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট। একই সূচি নির্ধারিত হবে রাতের শেষ দু ঘণ্টাতেও।
বিকেলে অফিস ছুটির সময় সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর।