দু-দশক আগে গুজরাতে হিংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র (BBC Documentory)। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪ নম্বর গেটে এই তথ্যচিত্র প্রদর্শন করবে এসএফআই।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই তথ্যচিত্র প্রদর্শিত হবে। এসএফআই জানিয়েছে, ক্যাম্পাসে তথ্যচিত্র প্রদর্শন করার জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রেখেছে বাম ছাত্র সংগঠন। যাদবপুরের পর তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইও। ২৭ জানুয়ারি, প্রেসিডেন্সিতে ওই তথ্যচিত্র দেখানো হবে।
আরও পড়ুন: রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে থাকছেন না শুভেন্দু অধিকারী, টুইটে জানিয়ে দিলেন কারণ
বিবিসির এই তথ্যচিত্র নিয়ে গোটা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। এরপরই এসএফআই সিদ্ধান্ত নেয়, দেশের বিভিন্ন ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানো হবে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো নিয়ে ধুন্ধুমার হয়। এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও প্রদর্শিত হয় বিবিসির এই তথ্যচিত্র।