অবশেষে বিধানসভায় ঢুকতে পারবে বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাম ছাত্র সংগঠনের নেতাদের দেখা করার কথা। তাঁদের সঙ্গে কথা বলার জন্য স্পিকার সময় দিয়েছেন বলে দাবি এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের। তাঁর দাবি, স্পিকারের ঘরেই তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই অনুমতির ফলে রাজ্য বিধানসভায় ঢোকার সবুজ সংকেত পেল বাম ছাত্র সংগঠন। গত শুক্রবার তাদের বিধানসভা অভিযান ঘিরে খানিকটা উত্তাল হয়েছিল কলকাতা।
গত ১০ তারিখ বিধানসভা অধিবেশনের ডাক দিয়েছিল এসএফআই। পরিকল্পনা ছিল শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল যাবে বিধানসভার গেটে। কিন্তু তার আগেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। তবুও এসএফআই রাজ্য সম্পাদকের বিধানসভার গেটে ওঠার ছবি বেশ ভাইরাল হয়েছিল। এমনকী গেটে উঠে তাঁর স্লোগান ছিল, তাঁরা এসে গিয়েছেন। এবং চ্যালেঞ্জ গ্রহণ করছেন।
এই পরিস্থিতিতে সোমবারের বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্পিকারের অনুমতি নিয়েই বিধানসভায় ঢুকবে বাম ছাত্রসংগঠনের নেতারা।