শুক্রবার বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ডাকে কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশ। মূলত জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতেই তাঁদের এই সমাবেশ। উল্লেখ্য, গোটা দেশ ঘুরে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের জাঠা শেষ হয়েছে কলকাতায়। মূলত কেন্দ্রের নয়া শিক্ষানীতির প্রতিবাদে দেশব্যাপী এই জাঠার আয়োজন করা হয়েছে। কিন্তু, কলকাতায় প্রবেশের পরেই জাঠার প্রতিবাদের তীব্রতা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। আনিস খান ইস্যু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে বাংলার বাম ছাত্র-যুবরা।
সকাল থেকেই কলকাতার নানা প্রান্ত প্রান্ত থেকে মিছিল এসে মিলতে শুরু করে কলেজ স্ট্রিটে। মিছিল আসে শিয়ালদহ-হাওড়া থেকে। মিছিল আসে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। এদিকে ২৯ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে বিশাল সমাবেশ করেছিল ঘাসফুল শিবির। যেথানে উপস্থিত ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা দিতেই কলেজ স্ট্রিটে বিশাল সমাবেশের আয়োজন করেছে বামেরা। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন- Mamata Banerjee : রাজ্য়ে নিরাপত্তা কমিশন, নেতৃত্বে মুখ্যমন্ত্রী, রাখা হল শুভেন্দু অধিকারীকেও
জানা গিয়েছে, এই সমাবেশে বক্তা হিসেবে নাম রয়েছে প্রাক্তন-বর্তমান ছাত্র নেতৃত্বের একাংশের। যাঁর মধ্যে প্রধান নাম সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসুর। এছাড়াও থাকবেন সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম। পাশাপাশি, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতীক-উর-রহমান, সর্বভারতীয় সম্পাদক দীপ্সিতা ধর, সন্দীপন দেব, সঙ্গীতা দাস, ময়ূখ বিশ্বাসদের মতো একঝাঁক তরুণ তুর্কির নাম রয়েছে তালিকায়।