তার বিচার করবেন উপরওয়ালা। সন্দেশখালির ঘটনার প্রায় দু মাস পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন এই ঘটনায় গ্রেফতার শেখ শাহজাহান। শুক্রবার নিজাম প্যালেস থেকে এদিন তাকে জোঁকায় নিয়ে যাওয়া হয়। সিবিআইয়ের ঘেরাটোপ থেকেই সন্দেশখালির ঘটনায় তার জড়িত হওয়ার ঘটনাকে মিথ্যা বলেই দাবি করেছে শাহজাহান। তার বিশ্বাস, উপরওয়ালাই বিচার করবেন।
শনিবার বসিরহাটের মহকুমা আদালতে পেশ করা হবে সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে। তার আগে সরবেড়িয়ার আকুঞ্জি পাড়ায় শাহজাহানের বাড়িতে সিবিআই। ভাঙা হল তার বাড়ির তালা। গত পাঁচই জানুয়ারি এই বাড়িতে ঢুকতে গিয়েই বাধা পেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি।
বৃহস্পতিবারও সন্দেশখালিতে গিয়েছিল সিবিআই। এদিন নমুনা সংগ্রহ করতে শাহজাহানের বাড়িতে গিয়েছে সিবিআই। সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এদিকে, শনিবার আদালতে পেশের আগে কলকাতায় শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
গত বুধবার সন্দেশখালি মামলায় শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। শাহজাহানের বাড়িতে এর আগে দু’বার গিয়েছিল ইডি। প্রথম বার তারা ঢুকতেই পারেনি।
বাইরে থেকে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে ফিরতে হয়েছিল কেন্দ্রীয় আধিকারিকদের। দ্বিতীয় বার শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢোকে ইডি। ফাঁকা বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়িটি সিল করে দিয়ে যায় ইডি।