সদ্য ধনতেরাস কেটেছে। গত কয়েকদিন ধরেই ভিড় ছিল সোনার দোকান। একে উৎসব, তার উপর সামনে বিয়ের মরশুমও আসছে। তবে এর মধ্যেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পরপর দুদিন সোনার দাম ঊর্ধ্বমুখী। রবিবার ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০ টাকা। তবে, সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দর।
রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়ে হয়েছে ৪৭ হাজার ১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম হয়েছে ৫১ হাজার ২৯০ টাকা। অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। রবিবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা।
পুজোর আগে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা ছিল। ধনতেরাসের আগে শুক্রবার সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ছিলেন ক্রেতারা। কিন্তু শনিবার এবং রবিবার পর পর দু'দিন দাম বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তের।