বিকাশ ভবনের সামনে থেকে আটক করা হল SLST চাকরিপ্রার্থীদের। পুজোর আগে নিয়োগ দিতে হবে, এই নিয়ে বিকাশ ভবন অভিযান করে SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন। পুলিশ সূত্রে খবর, তাঁদের কোনও পুলিশ অনুমতি ছিল না। সেই কারণেই তাঁদের আটক করা হয়।
দীর্ঘদিন ধরেই নিয়োগের নোটিফিকেশন ও স্বচ্ছ নিয়োগ নিয়ে ধর্মতলায় আন্দোলন করছিলেন SLST চাকরিপ্রার্থীরা। পুজোর আগে নিয়োগ দেওয়া নিয়ে আন্দোলনের গতি বাড়িয়েছিল ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: শান্তিনিকেতনে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, CBI তদন্তের দাবি বিজেপি নেত্রীর
বুধবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন SLST চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনের সামনে থেকে চাকরিপ্রার্থীদের আটক করে বিধাননগর পুলিশ কমিশনারেট।