বুধবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে প্রতীকী সরস্বতী পুজোর আয়োজন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের(SLST Job Seekers)। একটি ছোট প্রতিমার পাশাপাশি এক কিশোরীকে দেবী সরস্বতীর বেশে সাজিয়ে পুজোর আয়োজন করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গান্ধীমূর্তির পাদদেশে তাঁদের জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। তাই সরস্বতী পুজোর আগের দিনই প্রতীকি প্রতিবাদে সামিল হলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা(SLST Job Seekers Agitation)। উল্লেখ্য, তাঁদের এই অবস্থান ইতিমধ্যেই ৬৮০ দিন পেরিয়ে গিয়েছে। বুধবার বিকেলের মঞ্চ থেকেও নিয়োগের দাবিতে স্লোগান ওঠে।
নিজেদের হকের চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা(SLST Job Seekers Agitation)। তবে আশ্বাস মিললেও মেলেনি চাকরি। ফলে দিনের পর দিন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় পড়ে রয়েছেন আগামীর শিক্ষকরা। পুলিশ সূত্রে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় ধর্মতলা চত্বরে বিশেষ বিশেষ দিনে কড়াকড়ি শুরু করে পুলিশ(Kolkata Police)। তাই এবার প্রজাতন্ত্র দিবসেও(Repubic Day 2023) আন্দোলনরত চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন- Women’s Premier League 2023: মেয়েদের আইপিএলে নেই কলকাতা, ১২৮৯ কোটি টাকায় সবচেয়ে দামী দল কিনল আদানী