‘এত বড় সত্যি!’ একবার পুজোয় এই বিজ্ঞাপন সাড়া ফেলে দিয়েছিল। দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোয় সবচেয়ে বড় দুর্গাপুজোর প্রচার, ভিড় শিরোনাম কেড়েছিল। যদিও সেই পুজো বেশি দিন খুলে রাখা সম্ভব হয়নি। এবার সেই রেকর্ডকেও ভেঙে দিল সোদপুরের শহিদ কলোনি সর্বজনীন। ১০৭ ফুটের দুর্গা তৈরি করে সাড়া ফেলেছে এই মণ্ডপ।
আকাশচুম্বী এই প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। কলকাতা থেকেও, শহরতলির এই পুজো দেখতে ভিড় জমছে। ২০১৫ সালে দেশপ্রিয় পার্ক ৮৮ ফুট উঁচু প্রতিমা গড়েছিল। এরপর ২০১৭ সালে বিষ্ণুপুরের একটি পুজো কমিটি ১১০ ফুট দীর্ঘ প্রতিমা তৈরি করেছিল।
তবে আলোক সজ্জা, থিম সব মিলিয়ে সোদপুরের এই পুজো টেক্কা দিচ্ছে আগের সব রেকর্ডকে। শহরের প্রাণকেন্দ্রে তৈরি এই প্রতিমার ড্রোন শট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই বছর বাংলার সবথেকে বড় দুর্গা তৈরি করে চমক দিয়েছে সোদপুরের ধানকল বাস স্ট্যান্ড শহিদ কলোনি সর্বজনীন। এই বছর তাদের পুজো ৭৫ বছরে পা দিয়েছে। এই প্রতিমা তৈরি করেছেন শিল্পী চিরঞ্জিত দাস। তিনি বলেন, 'গত কয়েক মাস ধরেই এই প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ করা হচ্ছিল। মূলত ফাইবার দিয়েই তা তৈরি হয়েছে।’