সোমবার পূর্ব রেলের (Eastern Railway) সদর দফতর ফেয়ারলি প্লেস ও দক্ষিণ পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে শুরু স্বাধীনতার অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav)। ২৩ জুলাই পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
জানা গিয়েছে, দেশের ৭৫টি স্টেশনের মধ্যে পূর্ব রেলের অন্তর্গত পাঁচটি স্টেশন আছে। বর্ধমান, জিরাট, নৈহাটি, সুভাষগ্রাম ও ভাগলপুর। কলকাতা মেট্রোর নেতাজি ভবন স্টেশনও আছে এই তালিকায়। ২৭টি ট্রেনের মধ্যে পূর্ব রেলের ৩টি ট্রেন আছে। হাওড়া-কালজা নেতাজি এক্সপ্রেস, শিয়ালদহ-অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ও হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস।
আরও পড়ুন: দক্ষিণে গরম-হালকা বৃষ্টি, উত্তরে ভারী বর্ষার পূর্বাভাস
সোমবার গার্ডেনরিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে এই উৎসবের সূচনা করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী। সেখানে উদ্বোধন করা হয় খাদির স্টলের। সেই স্টল থেকে খাদির তৈরি জাতীয় পতাকা কেনেন জেনারেল ম্যানেজার। সোমবার বাইক ব়্যালিরও সূচনা হয়। বুধবার হাওড়া-মুম্বই মেলের যাত্রার সূচনা হবে। সেখানে যাত্রী হিসেবে থাকবেন এক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য।
রেল সূত্রে খবর, অমৃত মহোৎসব উপলক্ষে দেশের মোট ৭৫টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। মোট ২৭টি ট্রেনকেও বাছা হয়েছে। স্টেশন আলো দিয়ে সাজানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হবে। কোথাও লাইট অ্য়ান্ড সাউন্ড শো হবে। সাজানো হবে ২৭টি ট্রেনও।