এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেরা শুরু হতেই 'চেনা ছক'-এ সমস্ত অভিযোগ অস্বীকার করলেন ধৃত শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা। বুধবার মেডিকেল টেস্টের পর দফায় দফায় জেরা শুরু করেন সিবিআই আধিকারিকরা। জেরায় নিয়োগ সুপারিশ নিয়ে দায় অস্বীকার করেন শান্তিপ্রসাদ সিনহা। তাঁর দাবি, কমিটির প্রধান হলেও পূর্ণ ক্ষমতা ছিল না। তাঁর সই জাল করে ফাঁসানো হয়েছে বলে দাবি।
আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তদন্তের মূল হাতিয়ার ছিল আর এন বাগ কমিটির রিপোর্ট। তদন্তে নেমে বেনিয়মের প্রমাণ পেয়েছিল সিবিআই। আর দুর্নীতির প্রমাণ সিবিআই-এর হাতে এনে দেয় ইডিও। বুধবার সকাল ১১টা থেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অশোক সাহা ও শান্তিপ্রসাদ সিনহাকে।
আরও পড়ুন- Dooars Rakhi Utsav: রাখি উৎসবে ডুয়ার্সে অভিনব উদ্যোগ, হাতিদের রাখি পরিয়ে বন্যপ্রাণ বাঁচানোর বার্তা
স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। স্কুল সার্ভিস কমিশনের সহ সচিব, পরে সচিব ও চেয়ারম্যানও ছিলেন অশোক সাহা। একাধিকবার দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তল্লাশি হয়েছে বাড়িতে। সিবিআই সূত্রে খবর, প্রতিবারই তাঁদের বয়ানে অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা।