আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্ট্রাল পার্কে আয়োজিত ৪৬-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জনসাধারণের সুবিধার কথা ভেবে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করল প্রশাসন। শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। শিয়ালদহ মেট্রো চালু হওয়ার পর এটিই প্রথম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তাই অত্যন্ত সতর্ক মেট্রো কর্তৃপক্ষও। জানা গিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ ডাউন মিলিয়ে ১২০'টি মেট্রো চলাচল করবে। বইমেলার সময় মেট্রো চলবে সকাল ৬'টা ৫০ মিনিট থেকে। চলবে রাত ১০টা পর্যন্ত। বেলা ২টো ৪০ মিনিট থেকে রাত ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে এই লাইনে।
বইমেলার মধ্যে দুটি রবিবার পড়ছে। এই রবিবারগুলোয় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টা ৫০ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে দশ মিনিট বাদে বেলা ১টায়। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে, সল্টলেক থেকে শিয়ালদহের দিকের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।