রেমাল আছড়ে পড়েছে বাংলায়। ঘটনাবহুলতার যেন শেষ নেই, তারমধ্যেই এগিয়ে আসছে রাজ্যে শেষ দফার ভোট। কলকাতায় ভোট আগামী ১ লা জুন। শেষবেলায় প্রচারে ভাটা পড়েছে, সব প্রার্থীদেরই। দিন দুয়েকের দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে তিলোত্তমা। সামনে এসেছে মৃত্যুর খবরও। রবিবারের পর সোমবারও সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি শহর কলকাতায়। কোথাও ভেঙে পড়েছে গাছ, তো কারও বা উড়েছে ঘরের চাল।
এমতাবস্থায়, প্যান্ট গুটিয়ে ছাতা মাথায় পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুরে ১০৬ ওয়ার্ডের হালতুতে ভেঙে পড়েছে গাছ, বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্পপোস্ট। সোমবার সকালে ওই এলাকাবাসীর সঙ্গেই দেখা করে এলেন সিপিএমের প্রার্থী সৃজন।
সৃজন জানান, রেড ভলান্টিয়াররা যে কোনও প্রয়োজনে তৈরি রয়েছেন। তাঁদেরকেও সতর্ক করেছেন তিনি। দলমত নির্বিশেষে দুর্যোগ মোকাবিলায় একে অপরের পাশে থাকার বার্তাও দিলেন সৃজন।