২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেওয়ার অভিযোগ। সেই ঘটনার জেরে ৮৩ জন প্রার্থী মামলা করেন আদালতে। এবার সেই কাণ্ডে শুক্রবার আদালতে ক্ষমা চাইলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে (SSC Chairman) আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
চাকরি প্রার্থীদের হয়ে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী শামিম আহমেদ। গত বছর জুন মাসে মামলাকারীদের নম্বর দেওয়ার কোর্ট-নির্দেশও অমান্য করে এসএসসি। এমনটাই অভিযোগ চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন- Asia Cup 2023 Venue: পাকিস্তানেই হবে এশিয়া কাপ, তবে অন্যত্র সরানো হবে ভারতের ম্যাচ
বিচারপতি মান্থা মামলাটির পর্যবেক্ষণে এসএসসিকে তীব্র ভৎসর্না করেন। এরপরই সিদ্ধার্থ মজুমদার জানান, আদালতের প্রথম নির্দেশ তাঁরা বুঝতে পারেননি। তার জেরে এদিন ক্ষমা চেয়ে নেন এসএসসি চেয়ারম্যান।