তাঁর জীবনে মামলার বৃত্ত পূরণ হল। কংগ্রেস থেকে তৃণমূল সব আমলেই তাঁর বিরুদ্ধে মামলা করা হল। শুক্রবার রাতে এসএসকেএমের ঘটনায় মামলা দায়ের হল রাজ্যের প্রাক্তনমন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রোগী ভর্তিকে কেন্দ্র করে মদন বিরুদ্ধে হাসপাতালে দাঁড়িয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর দলকে কটাক্ষ করে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। দাবি করেছেন, তৃণমূল তাঁর জীবনে মামলা বৃত্ত পূর্ণ করল।
পুলিশ জানিয়েছে, এসএসকেএমের ঘটনায় বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ এবং ৫০৬ ধারায় মামলায় দায়ের করা হয়েছে। প্রতিক্রিয়ায় দলের দুর্নীতিকেই টার্গেট করেছেন তৃণমূল বিধায়ক। মদন মিত্র জানিয়েছেন, তিনি কাটমানি বা আবাস যোজনায় টাকা খাওয়া নিয়ে কেস খাননি। বরং একজন স্বাস্থকর্মীদের হাসপাতালে ভর্তি করাতে গিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে তাঁর সংযোজন, কংগ্রেস আমলে তাঁর বিরুদ্ধে মামলা ছিল। সিপিএম তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। বিজেপিও তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এবার তৃণমূল সরকার তাঁর বিরুদ্ধে মামলা করে এই বৃত্ত পূর্ণ করল।
এই ঘটনায় তাঁর নতুন জন্ম হল বলেও দাবি করেছেন মদন মিত্র। শনিবার এসএসকেএম নিয়ে তৃণমূল তাঁকে সংযত থাকতে নির্দেশ দিয়েছিল। রবিবার ফের মদনের বিস্ফোরণ। তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে এদিন কোনও শব্দ খরচ করেননি কামারহাটির বিধায়ক।