রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই দাবি রাজ্য বিজেপির নেতাদের। বুধবার বসিরহাট থেকে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বালুরঘাটের সাংসদের সিটি স্ক্যান করা হয়েছে। এমআরআই-সহ প্রয়োজনীয় আরও কিছু পরীক্ষা করা হবে। আপাতত স্থিতিশীল রয়েছেন বিজেপি নেতা।
বুধবার ফের সন্দেশখালি যাওয়ার পথে উত্তর ২৪ পরগনার টাকিতে তাঁকে আটকে দেয় পুলিশ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময়ই সংজ্ঞা হারান রাজ্য বিজেপির সভাপতি। তাঁকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অক্সিজেন সার্পোট দিয়ে শুরু হয় প্রাথমিক চিকিৎসা।
এরপর বিকেল নাগাদ তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পুলিশের গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের রাজ্য সভাপতি। সেখান থেকে পড়ে যান। তাতেই আঘাত লাগে।