ভরা অফিস টাইমে ফের মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টা। যার জেরে ব্যাহত পরিষেবা। নাকাল যাত্রীরা। বৃহস্পতিবার কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে থমকে যায় পরিষেবা। মেট্রো সূত্রে খবর, ময়দান পর্যন্ত ট্রেন বন্ধ। এই ঘটনায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের।
এদিন সকালে কালীঘাটের ডাউন লাইনে ওই ব্যক্তি হঠাৎ ঝাঁর মারেন। তাঁকে তোলার চেষ্টায় বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্টেশনে দাঁড়ানো যাত্রীরা এই ঘটনায় হতবাক হয়ে যান। ছুটে আসেন আরপিএফ এবং মেট্রোর কর্মীরা।
মেট্রো রেল জানিয়েছে, এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে।