বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মবার্ষিকী(Swami Vivekananda's 160th Birth Anniversary)। এদিন তাঁর সিমলার বাড়িতে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari)।
সুকান্ত মজুমদার জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকের দিনটি বিজেপি কর্মীরা যুব উৎসব(Yuva Utsav) হিসেবে পালন করবেন। সিমলার বাড়িতে স্বামীজিকে শ্রদ্ধাজ্ঞাপনের পর সুকান্ত-শুভেন্দু অংশ নেন বিজেপি যুব মোর্চার(BJYM) পদযাত্রায়। যুবমোর্চার নেতা ইন্দ্রনীল খানের(Indranil Khan) নেতৃত্বে এই পদযাত্রা সিমলায় স্বামীজির পৈতৃক বাড়ি থেকে শুরু হয়ে যাবে কার্জন পার্কে নেতাজি মূর্তি পর্যন্ত।
নেতাজির মূর্তিতে মাল্যদানের কর্মসূচি থাকলেও এদিন কোনও সভা করতে চায় না যুব মোর্চা। এমনটাই জানিয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ(Indranil Khan)।